প্রবেশ পত্র না আসায় ঝিনাইদহের কালীগঞ্জে ৩৫ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি

college1জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : বোর্ড থেকে প্রবেশ পত্র না আসায় ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ৩৫ জন শিার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ পওয়া গেছে। অবশ্য কলেজ কতৃপ পাঁচ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ এ ধরনের ঘটনার জন্য সংশিষ্ট কলেজ কর্তৃপকে দায়ি করেছেন। বুধবার সকালে প্রবেশপত্র না পাওয়া ছাত্র-ছাত্রীরা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে ব্যর্থ হন। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা কলেজে ছুটে যান অধ্যর কাছে। অধ্য অভিবাবকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়। সুভ্র দেব ভদ্র ও অরুপ দাস নামে দুই জন পরীক্ষার্থী অভিযোগ করেন পরীক্ষার জন্য ব্যাংকে টাকা জমা দিয়ে ফরম পুরণ করেন তারা। কিন্তু অনলাইন ফরম পুরণ না করায় অন্তত ৩৫ জন শিার্থীর প্রবেশ পত্র যশোর শিা বোর্ড থেকে কলেজে আসেনি। ফরমগুলো অফিস সহকারী রজব আলী তোতা মিয়ার টেবিলে এলামেলো ভাব পড়ে থাকতে দেখেছেন তারা। মাহজবাব উদ্দীন ডিগ্রী কলেজের এইসএসসি পরীক্ষার্থী সুব্রত শর্মা, নাইম, সালেহ উদ্দীন, পারভিনা খাতুন ও আল আমিনসহ ৩৫ জন পরীর্থী বুধবার কেন্দ্রে গিয়ে ফিরে আসেন। তারা যশোর বোর্ডের চেয়ারম্যান বরাবর দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ টেলিফোনে সাংবাদিকদের জানান, মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের এ ঘটনা তাকে জানানো হয়নি। তিনি ঘটনার জন্য সরাসরি কলেজটির অধ্যকে দায়ি করে জানান কলেজ কর্তৃপ ফরম পুরণ করে পাঠালেও কমপে ২০০ ছেলে মেয়ের ছবি পাঠাননি। শেষ মুহুর্তে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যর অনুরোধে তাদের প্রবেশপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে মাতাব উদ্দীন ডিগ্রী করেজের ভারপ্রাপ্ত অধ্য আব্দুল মজিদ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। প্রধান সহকারী রজব আলী প্রাথমিক ভাবে ৫ জনের কথা স্বীকার করে বলেন ঠিক কতজন ছেলে মেয়ে প্রবেশপত্র পাননি তা এখনো খতিয়ে দেখা হয়নি। ঝিনাইদহের জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম জানান, কি কারনে ঘটনটি ঘটেছে তা কলেজ কর্তৃপই ভাল বলতে পারবেন। একই কথা বলেছেন সংশিষ্ট কালীগঞ্জ উপজেলা জেলা নিবার্হী অফিসার ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানোয়ার হোসেন মোলা। সংশিষ্ট সুত্র জানায় কালীগঞ্জ মাহাতাব উদ্দীন ডিগ্রী কলেজ থেকে চলতি এইচ,এস,সি পরীক্ষায় ৩টি বিভাগে ৬৯৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১১১জন, মানবিক বিভাগে ৫১১ এবং ব্যবসায়িক শিা বিভাগে ৭৪ জন ছাত্র-ছাত্রী পরীায় অংশ নিতে পেরেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend