শেরপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি শহিদুল ইসলাম

শেরপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার:
সাংবাদিকগণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ব, সাংবাদিকগণ পারেন সমাজকে পরিবর্তন করতে, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে (শ্রীবরদী-ঝিনাইগাতী) শেরপুর-৩  আসন তথা শেরপুরের সার্বিক উন্নয়ন করতে চান শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। ২৪ এপ্রিল বুধবার বিকালে শেরপুরের উৎসব কমিটিউনিটি সেন্টারে শেরপুর জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে তিনি বলেন, শেরপুরে রেললাইন নেই, বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই এসব নিয়ে আপনারা লেখেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-১ আসনের এমপি আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু এবং আমি শেরপুর-৩ আসনের এমপি মিলে শেরপুরকে সারাদেশের মধ্যে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিতি করতে চাই। এসময় তিনি আরো বলেন, শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ীতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, এসব সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ অঞ্চলের উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু। প্রধান আলোচক হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির রুমান, বিশেষ অতিথি হিসেবে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জনপ্রতিনিধি,  রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শেরপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেরপুর প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শেরপুর-১ আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। পরে সমকাল ও বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্যকে সভাপতি এবং ইনকিলাব ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend