আইএস-এর বিরুদ্ধে হামলা চালাতে পারে সন্ত্রাসবিরোধী ইসলামী জোট

cegrabসৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী ৩৪টি দেশের জোট আইএস এর বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেন, প্রয়োজন হলে জোটের দেশগুলো একে অপরকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে।

যুদ্ধে স্থলসেনা পাঠানো হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, যেকোনো কিছুই সম্ভব। যতি এমন অনুরোধ আসে তবে অবশ্যই করা হবে। সবকিছুই নির্ভর করবে সময় ও পরিস্থিতির উপর।

সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে মোকাবেলায় মার্কিন নেতৃত্বে কয়েকটি দেশ লড়াই করছে। সেখানে সৈন্য পাঠানো যায় কি-না সেটা নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার ৩৪টি মুসলিম দেশ নিয়ে সন্ত্রাসবিরোধী জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। মিশর, বাহরাইন, আরব আমিরাত, পাকিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশও।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend