ক্রিকেটার শাহাদাতের জামিন

ক্রিকেটার শাহাদাতের জামিন

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার শাহাদাতের আবেদন শুনে এ জামিন আদেশ দেন। আদেশে তাকে ৩১ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

একই সঙ্গে শাহাদাতকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গত ১২ নভেম্বর শাহাদাতের জামিন আবেদন নাকচ করেন।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশ। হ্যাপি পুলিশের কাছে দেওয়া জবানবন্দীতে শাহাদাত ও তার স্ত্রীর নির্যাতনের কথা বলে। ওই দিন রাতেই মিরপুর মডেল থানায় শাহাদাত দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।

গত ১৩ সেপ্টেম্বর গৃহকর্মী হ্যাপি ঢাকার সিএমএম আদালতে তার ওপর নির্যাতনের বর্ণনা দেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend