‘জিয়ার বহুদলীয় গণতন্ত্রের কারণেই আ’লীগের পুনর্জন্ম হয়েছে’

Tareq-Labour-Partyলেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের কারণেই বাকশালে বিলুপ্ত আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে।’

রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ের একুশে মিলনায়তনে শুক্রবার বেলা ১১টায় লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত শহীদ জিয়ার ৩৪তম মৃত্যুবাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব ১৩ মিনিটের সংসদে গণতন্ত্রকে গলাটিপে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ ও বাক-ব্যাক্তি স্বাধীনতা নস্যাৎ করেছিলেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।’

তিনি বলেন, ‘পাকিস্তানী হায়েনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ মাতৃকার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। ইতিহাসের নায়ক পালিয়ে আত্মসর্মপন করে না, যুদ্ধ করে বিজয়ী হন। শহীদ জিয়া সেই সাহসী কাজ করে বাংলাদেশের স্বাধীনতার বিজয় ছিনিয়ে এনেছেন।’

আলোচনা সভায় লেবার পার্টির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহমুদ খানের সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, শিক্ষক নেতা শেখ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, ছাত্র মিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ ও সাধারণ সম্পাদক জাবের হোসাইন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend