দায় স্বীকার আইএসের: সৌদিতে মসজিদে হামলায় নিহত ৪

IS_সৌদি আরবের দাম্মামে একটি শিয়া মসজিদে যে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে তার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। শুক্রবারের ওই হামলায় অন্তত চারজন নিহত হন।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তাবাহিনী হামলাকারীর টার্গেট ব্যর্থ করে দিয়েছে।
এ নিয়ে পর পর দুই শুক্রবার সৌদি আরবের মসজিদে বোমা হামলার ঘটনা ঘটল। এর আগের শুক্রবার কাতিফে শিয়া মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছিল।
সরকারি সংবাদ সংস্থা এসপিএ বলেছে, শুক্রবার জুমার নামাজের সময় ওই হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই নিরাপত্তাবাহিনী বিষয়টি টের পেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাওয়া সম্ভব হয়েছে।
খবরে বলা হয়েছে, আল আনুদ মসজিদের সামনে রাখা অনেক গাড়ির মধ্যে একটি গাড়ি ঢুকে পড়লে নিরাপত্তাবাহিনীর সন্দেহ হয়। এ সময় তারা চ্যালেঞ্জ করলে গাড়িটির চালক বিস্ফোরণ ঘটায়। এতে চারজন নিহত হন।
এদিকে আইএস এক টুইটার বার্তায় শুক্রবারের হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, ২২ মে কাতিফে শিয়া মসজিদে হামলায় অন্তত ২০ প্রার্থনাকারী নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend