বহিস্কৃত হলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

Libya-sacks-PMলিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রীকে বহিস্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) ওমর আল হাসিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে মঙ্গলবার। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।
জিএনসির মুখপাত্র ওমর হেমিদান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর পদচ্যুত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লিবিয়ার সশস্ত্র বিরোধীদলের সঙ্গে সংলাপে বসার এটা প্রাথমিক ধাপ।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গভীর সঙ্কটে পড়ে যায় লিবিয়া।
জিএনসির পাশাপাশি বিরোধীরাও দেশটিতে স্বতন্ত্র একটি সরকার পরিচালনা করে আসছে। জিএনসি সরকারের পতনে বিরোধীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে দেশটির চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend