ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের দাবি ভারতীয় দুই নারীর

raperaসম্প্রতি ভারতে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন নারী বিদ্বেষী গানের সমালোচনা করে নতুন গান তৈরি করেছে, তেমনি, মুম্বাইয়ের দুই নারী আপপিখা জেইন ও পানখুরি আওয়াস্তি ইউটিউিবে এক ভিডিও প্রকাশ করেছে।

যেখানে দেখানো হয়েছে ভারতে নারীরা সম্প্রতি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তার মোকাবেলায় নারীদেরকেই পদক্ষেপ নিতে হবে। তারা দাবি করেন, ধর্ষণকারীদের জবাব ধর্ষণের মাধ্যমেই দিতে হবে। ভিডিওতে সুস্পষ্ট কোন বক্তব্য না থাকলেও এতে ভারতে বাস্তব অবস্থার প্রেক্ষিতে নারীদের যেকোন পরিস্থিতিতে নতি স্বীকার না করতে বলা হয়েছে।

ভিডিওতে বলা হয়, আমরা এখন ধর্ষণের দেশের পরিচিতি পেয়েছি, কিন্তু এতেও আমরা বিস্মিত হই না। এটা কিভাবে হতে পারে! পরে তারা এদেশের নারীদের কিভাবে মূল্যায়ন করা হয়, তার বিভিন্ন নমুনা তুলে ধরেন। ভিডিওতে তারা নারী বিদ্বেষ, ধর্ষণ, বীরাঙ্গনা লেখা প্ল্যাকার্ড বহন করেন।

সূত্র: এনডিটিভি

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend