রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৫

Cocktail_Hazaribaghরাজধানীর মুগদায় একটি ককটেল বিস্ফোরণে একজন এবং চকবাজারে দুটি ককটেল বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঘটনা দুটি ঘটে।
আহতরা হলেন—সবুজ মিয়া (৩৮), মো. সজীব (১১), মেহেদি হাসান (৯), মো. রাব্বী (১০) ও ছাব্বির হোসেন (১১)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, মুগদার মদিনাবাগ খাজা হোটেলের সামনে রাত ৮টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এ সময় ওই জায়গায় দাঁড়িয়ে থাকা সবুজ মিয়া নামে এক রিকশাচালক আহত হন।
সবুজ মিয়া প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি হন। তার পিঠে স্প্লিন্টার বিদ্ধ হয়। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, চকবাজারের কামালবাগ মদিনা ফিলিং স্টেশনের সামনে রাত ৮টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে চার শিশু আহত হয়।
আহত শিশুরা হল মো. সজীব, মেহেদি হাসান, মো. রাব্বী ও ছাব্বির হোসেন। তাদের সবার পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। তাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend