জন্মহার বাড়াতে জাপানে ‘স্পীড ডেটিং’!

speed datingজাপান সরকার জন্মহার বাড়ানোর লক্ষ্যে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পীড ডেটিং’ এর মত অনুষ্ঠানে উৎসাহ যোগাতে চায়।

যেসব স্থানীয় কর্তৃপক্ষ ‘স্পীড ডেটিং’ বা এরকম ঘটকালির অনুষ্ঠানের আয়োজন করবে, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা নতুন এক খসড়া সরকারী নীতি উদ্ধৃত করে এ কথা জানাচ্ছে।

মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ এই নীতি অনুমোদন করবে বলে কথা রয়েছে। এতে জাপানে লোকজন যাতে বেশি সন্তান নিতে উৎসাহিত হয় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এই খসড়া নীতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরণের সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট নতুন শিশু জন্ম নিচ্ছে না।

এ কারণেই সরকার জাপান সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদেরকে তাদের জীবন-সঙ্গী খুঁজে বের করতে সাহায্য করতে চায়। সন্তান নিতে দম্পতিদের উৎসাহ যোগাতে বিনামূল্যে নার্সারীতে শিশু যত্নের ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানো ইত্যাদি নানা ব্যবস্থার সুপারিশও করা হয়েছে।

২০১৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল এযাবতকালের মধ্যে সবচেয়ে কম। আগের বছরের চেয়ে নয় হাজার কম শিশু জন্ম নেয় গতবছর।

সূত্র : বিবিসি বাংলা

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend