সালাহ উদ্দিনের সন্ধান খালেদাকেই দিতে হবে : প্রধানমন্ত্রী

PMবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সে (সালাহ উদ্দিন) কোথায়, তার জবাব খালেদা জিয়াকেই দিতে হবে। সে তো ডিপ আন্ডারগ্রাউন্ডে। ডিপ আন্ডারগ্রাউন্ডে থেকে একটা করে স্টেটমেন্ট দেন। আমি যেদিন গেলাম, সেদিনও জানি, সালাহ উদ্দিন সেখানে (গুলশান)।’
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘ওখান (গুলশান কার্যালয়) থেকে ডিসিসি ৮ বস্তা ময়লা পেয়েছে। ওই ময়লার সঙ্গে তাকেও কোথাও পাচার করে দিয়েছে কিনা, সে জবাব খালেদা জিয়াই দিতে পারবে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ তাকে এ্যারেস্ট করার জন্য খুঁজছে।’
সালাহ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার ও বিএনপি।
সালাহ উদ্দিন আহমেদ বিএনপির চলমান আন্দোলনে বিবৃতির মাধ্যমে দলের অবস্থান ঘোষণা করে আসছিলেন।
তার নিখোঁজের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সালাহ উদ্দিন আহমেদের মুক্তি দাবি করছি। অন্যথায় এর পরিণতি শুভ হবে না।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend