সঙ্গীতে যারা পুরস্কার পাচ্ছেন

Songit-home‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩’ ঘোষণা করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীদের প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়।
এতে সেরা গায়িকা হিসেবে পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। দেবদাস ছবির গানের জন্য তারা পাচ্ছেন এ পুরস্কার। অন্যদিকে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী চলচ্চিত্রের ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটির জন্য সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন চন্দন সিনহা।
একই গানের জন্য শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস ও সেরা গীতিকার কবির বকুল। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এ কে আজাদ পুরস্কার পাচ্ছেন মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য। শওকত আলী ইমন পুরস্কার পাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী চলচ্চিত্রের জন্য।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে চন্দন সিনহা বলেন, ‘এটা খুবই আনন্দের খবর। এ পুরস্কার সামনের দিনগুলোতে আরও নতুন কিছু করার ক্ষেত্রে প্রেরণা যোগাবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend