রাজশাহীতে পুলিশের গুলিতে শিবিরকর্মীসহ আহত ২

Rajshahiরাজশাহীতে পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশের দাবি— গুলিবিদ্ধ দুজনের একজন শিবিরকর্মী, অন্যজন ছিনতাইকারী।
নগরীর পূর্ব মির্জাপুর ও হেতেমখাঁ এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— রাজশাহী নগরীর শ্যামপুর এলাকার শিবিরকর্মী সবুজ আলী (২৫) ও ষষ্ঠীতলা এলাকার যুবক আসিফ ইসলাম শোভন (২৪)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘নগরীর বিনোদপুর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় শিবিরকর্মী সবুজ আলীকে গ্রেফতার করে পুলিশ। সবুজের বিরুদ্ধে অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টির ১৫টি মামলা রয়েছে।’
তিনি বলেন, ‘গভীর রাতে মতিহার থানা পুলিশ তাকে নিয়ে অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য পূর্ব মির্জাপুর এলাকায় পৌঁছলে অন্য শিবিরকর্মীরা ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের গুলি চালায়। এ সময় পুলিশের ভ্যান থেকে পালাতে গিয়ে সবুজ আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
সহকারী কমিশনার ইফতে খায়ের আলম আরও বলেন, ‘মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর ষষ্ঠীতলা এলাকার চিহ্নিত ছিনতাইকারী আসিফ ইসলাম শোভনকে আটক করে। পরে রাতে তাকে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। গভীর রাতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য হেতেমখাঁ এলাকায় যায়।’
তিনি বলেন, ‘তখন শোভনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি চালালে শোভন পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন। তার পায়ে চারটি গুলি লাগে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend