সরকারের পতন ঘটাতে জামায়াতের আহ্বান

jamat২০ দলীয় জোট ঘোষিত টানা অবরোধের পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ও গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি চলমান আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে সরকারের পতন ঘটানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ আহ্বান জানান।
জামায়াতের এই নেতা বলেন, ‘২০ দলীয় জোটের নেতৃত্বে জনগণের আন্দোলনের ফলে গোটা দেশ অচল হয়ে পড়েছে। গণবিচ্ছিন্ন সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের আন্দোলন দমনের জন্য সর্বাত্মকভাবে অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ব্যর্থ ও অকার্যকর সরকারের হঠকারিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ অতিষ্ঠ। তারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ এ নাজুক অবস্থা থেকে মুক্তি চায়।’
তিনি বলেন, ‘দেশের জনগণ আশা করেছিল সরকারের বোধোদয় হবে এবং জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আলাপ-আলোচনার মাধ্যমে দেশকে বর্তমান সঙ্কট থেকে উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু সরকার শক্তি প্রয়োগ করে ২০ দলীয় জোটের আন্দোলন দমন করে ক্ষমতা আঁকড়ে থাকার অপচেষ্টা চালাচ্ছে। মানুষ হত্যা, গুম, অপহরণ ও গণগ্রেফতার অভিযান চালিয়ে সারাদেশে সন্ত্রাসী তাণ্ডব সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে।’
জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় ১৫০ নেতাকর্মীকে শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend