সিডনি জিম্মি সঙ্কটের অবসান, নিহত ২ আহত ৩

Sydney_thereport241অবশেষে সিডনি ক্যাফে জিম্মি সঙ্কটের অবসান হলো। ওই ক্যাফেতে পুলিশের কঠোর অভিযানে মঙ্গলবার ভোরে অন্তত ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
তবে বন্দুকধারীর অবস্থা সম্পর্কে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি।
এর আগে সিডনির লিন্ডট ক্যাফেতে ১৩ জনকে জিম্মি করেন যে বন্দুকধারী, তাকে ম্যান হ্যারন মোনিস নামে চিহ্নিত করা হয়।
মোনিসকে ইরানি ইসলামিক নেতা হিসিবে অভিহিত করেছে সিডনি পুলিশ। ১৯৯৬ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন।
বন্দুকধারী মোনিসের সঙ্গে যোগাযোগ ও মধ্যস্থার এক পর্যায়ে সোমবার বিকেলেই পাঁচ জিম্মিকে উদ্ধার করে পুলিশ।
কিন্তু এরপর থেকে আরও বেঁকে বসেন মোনিস। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী টনি অ্যাবটের সঙ্গে ফোনে কথা বলার দাবি জানান তিনি।
স্থানীয় সময় সোমবার রাত পেরিয়ে মঙ্গলবারের শুরুতেই ক্যাফের চারপাশে উপস্থিত শত শত পুলিশ চূড়ান্ত অভিযান চালায়। গুলি ছোড়া হয়, গ্রেনেড চালানো হয়।
এই অভিযানে অন্তত দুই জন নিহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়।
প্রধানমন্ত্রী অ্যাবট বলেছেন, এটা ‘অত্যান্ত হৃদয়বিদারক’ ঘটনা। এই জিম্মি-কাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো মদদ আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অ্যাবট।
আশা করা হচ্ছে, এই জিম্মি-কাণ্ডের বিস্তারিত খবর মিলবে খুব শিগগিরই। সূত্র : এবিসি, সিএনএন ও বিবিসি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend