গাজীপুরে জনতা ব্যাংকের ৬০ লাখ টাকা চুরি

Gazipur 1জয়দেবপুর বাজারের জনতা ব্যাংকের লকার থেকে ৬০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নিরাপত্তা প্রহরী নূরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। শনিবার রাতের কোনো এক সময় টাকা চুরির ঘটনাটি ঘটে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম জানান, জয়দেবপুর বাজারের তানভীর প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের ওই শাখাটি অবস্থিত। এর পাশে জাকিরের কাপড়ের দোকান। শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফলমূল নিয়ে এসে টয়লেটে যাওয়ার কথা বলে নিরাপত্তা প্রহরী নূরুল ইসলামকে দিয়ে প্রধান ফটক খুলে ব্যাংকে ঢোকেন। পরে ফলমূল ও পানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে নূরুল ইসলামকে অচেতন করে লকার খুলে ৬০ লাখ টাকা নিয়ে ব্যাংকের পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নিরাপত্তা প্রহরী নূরুল ইসলামকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সোলায়মান জানান, ব্যাংক থেকে ৬০ লাখ টাকা চুরি হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend