‘চার ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ’

Obaidul-kader_thereport24সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের কাজ শেষ হলে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগে মাত্র চার ঘণ্টা সময় লাগবে।’
কুমিল্লা সেনানিবাস এলাকায় রাবিবার বিকেলে টিপরাবাজার-বার্ড সড়ক সংস্কার কাজ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ২০১৫ সালের মে-জুন মধ্যে মহাসড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এ অঞ্চলের মানুষ এর ফল ভোগ করতে পারবেন।
কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জাহিদুর রহমান পিএসসি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিব্বীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend