‘ছয় মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ শুরু’

image_140106.shibchar padma bridje parliament commete visit-1আগামী পাঁচ-ছয় মাসের মধ্যেই মুল পদ্মা সেতুর কাজ(পাইলিং) দৃশ্যমান হবে। দেশের বাইরে থেকে সেতুর সামগ্রী নির্মান করে এনে সেতুতে সংযোজন করায় সেতু নির্মানে সময় কম লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন। কাজের অগ্রগতি দেখে সংসদীয় কমিটি সন্তোষ প্রকাশ করেন। পদ্মা সেতুতে লোক নিয়োগসহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে বিভিন্ন প্রতারক চক্র সক্রীয় রয়েছে বলে জনগনকে সাবধান থাকার আহ্বান জানান তারা ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা সেতু এলাকা মাদারীপুরের শিবচর অংশসহ তিন জেলার সেতুটির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সকল সদস্যরা। সকালে সংসদীয় কমিটির সদস্যবৃন্দ প্রথম শিবচরের বাখরেরকান্দি পদ্মা সেতুর পুনঃবাসন এলাকায় পরামর্শক প্রতিষ্ঠান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেতু কত্তৃপক্ষ, এপ্রোচ সড়ক ঠিকাদার প্রতিষ্ঠান, প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে অগ্রগতি দেখেন। এসময় সংসদীয় কমিটির সামনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে অর্থ বরাদ্দ, জাজিরা শিবচর সংযোগ সড়কের কাজ ২১ ভাগ সম্পন্ন ,সার্ভিস এরিয়া-২, মাওয়া পারের সংযোগ সড়ক, নদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা,উভয় পাড়ে সেনাবাহিনীর অবস্থানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভা চলাকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অনেকেই উদাহরণ টেনে পদ্মা সেতু নিয়ে অনেক প্রতারক চক্র সক্রীয় রয়েছে বলে জানান। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে মিডিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান জানান উপস্থিত সবাই। পরে সংসদীয় কমিটির ৯ জন সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিয়ে নির্মাণাধীন অ্যাপ্রোচ সড়ক, সার্ভিস এরিয়া, পুনর্বাসন এলাকাসহ তিনজেলার পদ্মা সেতুর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন সংসদীয় কমিটি। এ সময় সংসদীয় কমিটির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন এ কে এমএ আউয়াল এমপি, রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি, নুরুজ্জামান আহমেদ এমপি, ফয়জুর রহমান এমপি, নাজমুল হক প্রধান এমপি, মনিরুল ইসলাম এমপি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল হক, লুৎফুন নেছা এমপি, মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ বিএসপি, বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন পিএসসি, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ, কর্নেল মো. মনিরুল হক,লে. কর্নেল মো. মাহমুদুর রহমান পিএসসি, লে. কর্নেল মো. রবিউল আলম, মেজর মো. নুরুল আমিন, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হুসাইন, ওসি আ. সাত্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডা. মো. সেলিম মিয়া প্রমুখ।
সামগ্রিক অগ্রগতি নিয়ে মন্তব্য জানতে চাইলে একাব্বর বলেন, এপ্রোচ সড়কসহ বিভিন্ন প্রকল্পে কাজের গতি ও মালামাল সংরক্ষনসহ কাজের অগ্রগতি দেখে আমরা সন্তুষ্ট। অ্যাপ্রোচ সড়ক নির্ধারিত সময়েই শেষ হবে। সেতুও নির্ধারিত সময়ে শেষ হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend