‘সরকার লতিফ সিদ্দিকীর দেশে ফেরার দায়দায়িত্ব নেবে না’

image_140111.ok1সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে নিজ দায়িত্বে দেশে ফিরতে হবে। তিনি বলেন, দেশে ফেরার দায়দায়িত্ব সরকার নেবে না।
তিনি আজ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধনকালে একথা বলেন।
মন্ত্রী এ সময় সাংবাদিকদের আরও বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অপসারণ করা হয়েছে। সর্বশেষ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনি বলেন, জবাব যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য না হলে লতিফ সিদ্দিকীর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও থাকবে না।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়দেবপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে (এন-৪) জাইকার অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ পুংলী সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend