না.গঞ্জ-৫ উপনির্বাচন ; মঙ্গলবার সকাল থেকে প্রচারণা বন্ধ

e__logo_new_tm_834601765নারায়ণগঞ্জ-৫ উপ-নির্বাচনে ২৩ ব্যক্তিকে সম্ভাব্য গোলযোগকারী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের সবার বিরুদ্ধেই বিভিন্ন বিধিতে মামলা চলমান। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে সোমবার মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো একটি চিঠির মাধ্যমে এসব ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকায় সম্ভাব্য গোলযোগ সৃষ্টিকারীদের প্রয়োজনে গ্রেফতারের নির্দেশনা দেওয়া যেতে পারে। যাদের সম্ভাব্য গোলযোগকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছেন-নারায়ণগঞ্জ বন্দর থানার কেএন সেন রোড়ের শাহান শাহ, মুরাদপুরের মো. আ. রব, সালাহ উদ্দিন সালু, শামীম, টিটু, ফারুক, লিপু, কেওঢালার মোক্তার হোসেন, চাপতলীর মো. খোকন, মোসলেম, কুড়ি পাড়ার বিল্লাহ হোসেন, লক্ষ্মণখোলার আনোয়ার হোসেন, কামরুল ইসলাম কামলেট ও টিটু, চাঁনপুরের কামরুল ইসলাম (ব্যাঙ্গা কামু), সোনাপাড়া রামনগরের আনোয়ার হোসেন আনার, দক্ষিণ লক্ষণখোলার ফারুক, কেএনসেন রোড়ের শিমুল, কুমারবাড়ীর সোহেল, লক্ষ্মণখোলার মো. শাহীন, সোনাকান্দার মন্নাক্কা, কুতুবপুরের উজ্জল ও মোফাজ্জল হোসেন।


ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসের স্বাক্ষরিত ওই চিঠি থেকে জানা যায়, চিহ্নিত এই ২৩ ব্যক্তির সবার বিরুদ্ধেই বিভিন্ন দণ্ডবিধিতে একাধিক মামলা চলমান। বিশেষ করে দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, জুয়া আইন, মাকদদ্রব্য এবং বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend