এনটিভি’র আতিক হত্যা মামলার রায় মঙ্গলবার

index_2_217406028এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম হত্যা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। 
গত ১৫ জুন পুনরায় যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুজ্জামান এ দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী রায়হান মোর্শেদ বাংলানিউজকে জানান, গত ১০ ‍জুন মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলায় চার্জ গঠনে ক্রুটি থাকায় রায়ের পর্যায় থেকে মামলাটি পুনরায় উত্তোলন করে নতুন করে দণ্ডবিধির ৩০২ ও ৩৯৪ ধারায় চার্জ গঠন করা হয়।
মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০১০ সালের ২২ জুন সব আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগে এবং ওই বছরেরই ৬ অক্টোবর ডাকাতির অভিযোগে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

আসামিরা হলেন, আব্দুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ, খোকন, শাকিল শিকদার ও ফোরকান। আসামি নাহিদ ও শাকিল মামলার শুরু থেকেই কারাগারে আটক আছেন। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend