ঝিনাইগাতীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৯

ঝিনাইগাতীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৯

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ৭টি কেন্দ্রে প্রথম দিনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবছর ঝিনাইগাতী উপজেলার ৭টি ভ্যানুতে ২০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজা ৭শত ১৭জন, ১৪টি মাদ্রাসা থেকে ৩শত ৩৬জন এবং ভোকেশনাল স্কুল থেকে ১শত ৩৬জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে। বিভিন্ন বিদ্যালয়ের অনুপস্থিত ছিল ১৭জন, এবং মাদ্রাসার ২২জন।

পরীক্ষার ভ্যানুগুলো ছিল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী মহিলা ডিগ্রী কলেজ, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, আহম্মদনগর উচ্চ বিদ্যালয় ও দিঘীরপাড় ফাযিল মাদ্রাসা। প্রথম দিনে মাদ্রাসাগুলোর পরীক্ষা ছিল কুরআন মাজিদ এবং স্কুলগুলোতে ছিল বাংলা ১ম পত্র।

উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ সকল কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend