শ্রীবরদীতে ইউএনও নিলুফা আক্তারের বিদায় ও ইফতেখার ইউনুসের বরণ অনুষ্ঠিত

শ্রীবরদীতে ইউএনও নিলুফা আক্তারের বিদায় ও ইফতেখার ইউনুসের বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের বরণ অনুষ্ঠিত হয়েছে। ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আনুষ্ঠানিকভাবে বিদায় ও বরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় বিদায়ী ইউএনও নিলুফা আক্তারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে ও নবাগত ইউএনও ইফতেখার ইউনুসকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ খান নুন, রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, খড়িয়াকাজির চর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া, গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল। এসময় বক্তব্য দিতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ পক্ষ থেকে বিদায়ী এবং নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।
যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসকে উপজেলার মানুষের পাশে থেকে জনকল্যাণকর কাজ করার জন্য আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত সকলেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend