শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
যথাযথ মর্যাদায় শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ শনিবার প্রতুষ্যে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে শহিদ বীরমুক্তিযোদ্ধাদের মাজারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনর জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস সহ উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।


পরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাধীনতা অর্জনে বীরমুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি একেএম ফজলুল হক চান। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend