ট্রাম্পের সমালোচনায় মালালা

Malala-Yousafzai-008যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সবচেয়ে কম বয়সে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তিনি ট্রাম্পের এই বক্তব্যকে ঘৃণায় পরিপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেন যে, এই মন্তব্য জঙ্গিদের আরো মৌলবাদী করে তুলবে।

মঙ্গলবার পাকিস্তানের নারী শিক্ষায় নিবেদিত প্রাণ কিশোরী মালালা সংবাদ সংস্থা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা যে, আমাদের এসব বিদ্বেষমূলক মন্তব্য শুনতে হচ্ছে। এধরনের ঘৃণ্য বক্তব্য সমাজে বৈষম্য বৃদ্ধি করবে এবং সন্ত্রাসবাদ বিস্তারে সহায়তা করবে।’

পাকিস্তানে গত বছর ১৬ ডিসেম্বরে তালেবানের হামলায় ১৪০ জন নিহত হয়। সেই দিনের স্মরণে যুক্তরাজ্যের বার্মিংহামে  এক অনুষ্ঠানে মালালা ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, এমন ঘৃণায় পরিপূর্ণ বক্তব্য শোনাটা খুবই দু:খজনক। যদি আপনার সন্ত্রাসবাদকে বন্ধ করতে চান তাহলে সব মুসলিমদের দোষ দেবেন না, কারণ এটা সন্ত্রাসীদের আটকাতে পারবে না

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend