ক্রিকেটার শাহাদাতের বাসার নির্যাতিত গৃহকর্মীকে নিয়ে সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদন

happy-maid-abuse-exlarge-169একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত পেসার শাহাদাত হোশেন রাজিবের বাসার নির্যাতিত গৃহকর্মী হ্যাপিকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ‘সিএনএন’। প্রতিবেদনটিতে শাহাদাত হোসেন রাজিবকে ‘একজন বাংলাদেশি হিরো’ উল্লেখ করে হ্যাপির উপর তার ও তার স্ত্রীর নির্মম নির্যাতনের ঘটনাবলী তুলে ধরা হয়েছে।

শিশু গৃহকর্মী হ্যাপি সিএনএনকে বলেছেন, ‘তারা আমাকে লাঠি ও রান্নাঘরের জিনিসপত্র দিয়ে মারতো, আমাকে ঘুষি ও খামচি দিত। আমাকে ঘন ঘন চড়ও খেতে হতো। তারা আমাকে ঠিকমতো খাবারও দিত না, অধিকাংশ সময় উচ্ছিষ্ট ও নষ্ট খাবার জুটতো আমার কপালে।

হ্যাপি আরো জানান সেদিন অপর গৃহকর্মী বাসায় ঢোকার পর দরজা আটকাতে ভুলে যাওয়ার সুযোগে বাসা থেকে পালিয়ে যান তিন, ‘আমার সারা গায়ে প্রচন্ড ব্যথা ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, সবাই আমার দিকে তাকাচ্ছিল। প্রচন্ড যন্ত্রণার কারণে আমি আমার চোখ হাত দিয়ে ঢেকে রেখেছিলাম। একটা সময় আমি আর না পেরে রাস্তায় বসে পড়ি।’

ক্রিকেটার শাহাদাত যে হ্যাপিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ও শিশু কন্যাসন্তানের দেখভালের জন্য সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন সে কোথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।সিএনএনকে হ্যাপি আরো বলেন, ‘আমি স্কুলে যেতে চাই। আমি কলেজেও যেতে চাই আর বড় হয়ে অভিনেত্রী হতে চাই।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend