‘নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রোকেয়া’


‘নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রোকেয়া’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অবিচার, অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।

রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সংসার, সমাজ ও অর্থনীতি জীবনের এই তিনটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও আত্মমর্যাদাশীল হতে তিনি উদ্বুদ্ধ করেছিলেন নারী সমাজকে। আর এজন্য তিনি বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। নারী সমাজকে স্বাবলম্বী করতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন শত কূপমন্ডূকতার বাধা সত্ত্বেও।’

খালেদা জিয়া বিবৃতিতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অপর এক বিবৃতিতে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক কিংবদন্তিতুল্য পথিকৃত। নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি যে অবদান রেখেছিলেন-তা তিনি তার দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করেছিলেন যে, নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বন ছাড়া অনগ্রসরতা থেকে মুক্তি পাওয়ার কোন পথ নেই। বেগম রোকেয়ার জীবন ও তার আদর্শ বাস্তবায়নেই এদেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভশীল হতে প্রেরণা যোগাবে।’

আজকের এই দিনে মহীয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend