দেশে নিরাপত্তার অভাব : এরশাদ


দেশে নিরাপত্তার অভাব : এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে নিরাপত্তার বড় অভাব। তাই দেশবাসী নিরাপত্তা চায়। স্বাধীনভাবে বাস করতে চায়।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃক বাড়িতে তিন দিনের ব্যক্তিগত সফরে যাওয়ার প্রাক্কালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিয়েছে। আমি চাই দেশে সুষ্ঠু নির্বাচন হোক। দেশের মানুষ বলুক নির্বাচন সুষ্ঠু হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

এইচএম এরশাদ আরও বলেন, জাতীয় পার্টিকে এক সময় শেষ করার চেষ্টা হয়েছিল। সে সময় আমার পূত্র সন্তান বিদেশে ছিল, পার্টির সবাই জেলে ছিল। আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছে দেশের বাইরে ছিল বলে।

তিনি আরও বলেন, নবম শ্রেণি পাসের পর ভারত থেকে বাংলাদেশে চলে আসি। সেখানে আমার দাদা-দাদীসহ অনেক স্মৃতি রয়েছে। আমার চাচাতো ভাই মোছাব্বের হোসেন, তোজাম্মেল হোসেন ও আহসান হাবীবদের সাথে দেখা-সাক্ষাত করব। মায়ার টানেই সেখানে যাচ্ছি।

এ সময় এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদ, ছোট ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব ও গাড়িচালক আব্দুল মান্নান সঙ্গে ছিলেন।

এইচএম এরশাদসহ সফরসঙ্গীদের বহনকারী ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৫৬৬) করেই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে ভারতে প্রবেশ করলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ সাব-ডিবিশনাল কর্মকর্তা রঞ্জন কুমার ঝাঁ, কোচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক নেতা দীপ্তিমান সেনগুপ্তসহ বিএসএফ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, জাতীয় পার্টির রংপুর মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াছির, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুসেইন মকবুল শাহরিয়ার, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোখলেছুর রহমান টুকু, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফা, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম নুরুজ্জামান, পাটগ্রাম পৌরসভার মেয়রপ্রার্থী আব্দুল হামিদ বেঞ্জুসহ নেতৃবৃন্দ।

চাচাতো ভাইয়ের মেয়ের বিয়েতে অংশ নিতেই তার এই সফর বলে জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend