কুড়িগ্রামে ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


কুড়িগ্রামে ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ৩ পৌরসভায় ২ মেয়র প্রার্থী ও ১৮ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রবিবার যাচাই-বাছাইয়ের শেষদিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উলিপুর পৌসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবু সাইদ ও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক। এ ছাড়া কাউন্সিলর পদে ৫ ও সংরক্ষিত মহিলা পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার দেলওয়ার হোসেন।

উলিপুর পৌরসভায় মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৫১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।

কুড়িগ্রাম পৌরসভায় ৯ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ। কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে, নাগেশ্বরী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মোঃ রহমতুল্লা। নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend