পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি

পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি

ক্ষমতাসীনদের প্রভাবে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ) আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ। এ নির্বাচনের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ (জাতীয় নির্বাচন) নির্বাচন।

এ সময় নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনদের অঙ্গ সংগঠন হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন একটা নিয়ামক। এজন্য দলমত নির্বিশেষে আলোচনায় বসার প্রয়োজন।

সংগঠনের সভাপতি হুমায়ন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend