শেরপুর ভর্তুকির পাওয়ার টিলার প্রদান

Sherpur-Power-tillerশেরপুর সদর উপজেলার ৪০ জন কৃষককে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। কৃষি খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের প্রতিটি পাওয়ার টিলারে মোট দামের শতকরা ৩০ ভাগ আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২৯ মে শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হুইপ আতিউর রহমান আতিক এমপি কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ওইসব পাওয়ার টিলার বিতরণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকের স্বার্থে ভর্তুকি দিয়ে কৃষি উপকরণ কৃষকের নাগালের মধ্যে রেখেছে। এ সরকার সর্বাগ্রে কৃষিবান্ধব বলেই এখন জনবান্ধব সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে।
পাওয়ার টিলার বিতরণ উপলে কৃষি অফিসার পিকন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
এদিকে, হুইপ আতিউর রহমান আতিক একই অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৯২ জন নারীর হাতে মাতৃত্বকালীন ভাতার কার্ড তুলে দেন। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার শাহরিনা জাহান জানান, সদর উপজেলার ১৪ ইউনিয়নের প্রতিটিতে ২৮ জন করে ৩৯২ জন মা পুষ্টিকর খাবারের জন্য মাসিক ৫শ টাকা করে দুই বছরে ১২ হাজার টাকা পাবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend