২০১৭ সালের মধ্যে নিজস্ব স্যাটেলাইট : প্রধানমন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ইন্টারনেট ব্যবহারের গ্রাহক সংখ্যা বেড়েছে। তথ্যের অবাধ প্রবাহ যেন নিশ্চিত হয় সে জন্য ইন্টারনেটের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে।’
বিশ্ব টেলিযোগাযোগ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘ইন্টারনেটের গতি বাড়াতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এ ছাড়া ২০১৭ সালের মধ্যে নিজস্ব স্যাটেলাইটও স্থাপন করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনের দুর্গম এলাকাও মোবাইল নেটওয়ার্কের আওতায় এনেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আনি পুরস্কার। আর বিএনপি ক্ষমতায় থাকলে তারা হন তিরস্কার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সকলকে বলতে চাই— সংঘাত নয়, শান্তি চাই। আমরা অগ্রগতি চাই। পিছিয়ে যেতে চাই না। আমরা সৃষ্টি চাই, ধ্বংস চাই না। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আইসিটি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ বক্তব্য দেন। এতে
সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend