বাংলাদেশীসহ রোহিঙ্গা উদ্ধার: হাজারো অভিবাসী মালয়েশিয়ায় গ্রেফতার

Bangladesi-detainবাংলাদেশ ও মিয়ানমার থেকে পাচার হওয়া এক হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে সোমবার তাদের গ্রেফতার দেখানো হয়েছে। খবর আলজাজিরার।
মালয়েশীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে পর্যটন দ্বীপ লঙ্কায়ী থেকে ১ হাজার ১৮ বিদেশগামীকে উদ্ধার করা হয়। এরা বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা মুসলিম।
লঙ্কায়ী মেরিন পুলিশের কমান্ডার মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘লঙ্কায়ী সৈকতে অবৈধ বিদেশগামীসহ প্রথম নৌকাটি আটক করা হয়। দ্বিতীয় নৌকাটি কুয়ালা তেমংইয়ংয়ের তানজাং বিওয়াক থেকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘সকল অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই তাদের কারাগারে নেওয়া হবে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে স্থানীয় জেলেরা বিদেশগামীবাহী ওই নৌকাগুলোর সন্ধান পায়। পরে পুলিশ তাদের আটক করে।
এর আগে দেশটির ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উদ্ধার দলের প্রধান বুদিওয়ান এএফপিকে জানিয়েছিলেন, সোমবার সকালে পূর্ব আচেহ থেকে বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় ৪০০ বিদেশগামীকে উদ্ধার করা হয়েছে।
দেশটির আচেহ প্রদেশের সমুদ্রসীমা থেকে গত রবিবার মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ৬০০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের অনেকেরই শারীরিক অবস্থা বেশ করুণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend