নির্বাচন সুষ্ঠু হলে আ.লীগের অস্তিত্বও থাকবে না : খালেদা

Khaleda-Ziaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের অস্তিত্বও থাকবে না। এটা তারা বুঝতে পেরেছে। সে কারণেই ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতা, জোর-জবরদস্তি, অনিয়ম ও ভোট কারচুপির মাধ্যমে ফলাফল দখল করেছে আওয়ামী লীগ।’
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাতে চারটি বার কাউন্সিলের নবনির্বাচিত আইনজীবী নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
২০ দলীয় জোট নেত্রী বলেন, ‘এতদিন যারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমাদের সাজেশন দিয়ে আসছিল, এখন তারা বুঝতে পারছে কি কারণে আমরা আওয়ামী লীগের অধীনে ঐ নির্বাচনে যাইনি। কারণ আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
খালেদা জিয়া বলেন, ‘বর্তমানে কেবলমাত্র প্রশাসনের ওপর ভর করে এ সরকার টিকে আছে। আমি যখন সিটি নির্বাচন উপলক্ষে প্রচারণায় বের হয়েছি, তখন জনগণের স্বতঃস্ফুর্ততা দেখেছি। মানুষের সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হয়েছি। মানুষ দম মেরে বসে আছে, সময় হলে তারা সঠিক জবাব দেবে।’
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘বারের নির্বাচনগুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আসন্ন বার কাউন্সিল নির্বাচনেও আমাদের প্রার্থীরাই বিজয়ী হবে। এ জন্য সরকার সেখানেও নানা অপচেষ্টা করবে, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’
এর আগে রাত ৮টার পরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র আইনজীবী ও নবনির্বাচিত আইনজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকা বারের নির্বাচিত কমিটির পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন আলী, বোরহানউদ্দিন, মোস্তফা কামাল, ওমর ফারুকসহ সুপ্রীম কোর্ট বার, ঢাকা বার, মেট্টোপলিটন বার ও ট্যাক্সেস বারের নেতারা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend