‘তামাশা’ আখ্যা দিয়ে সাকির ভোট বর্জন

Untitled-1-5তামাশা ও প্রহসন আখ্যা দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের মেয়রপ্রার্থী জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেছেন, ‘এ পর্যন্ত নির্বাচনে যেভাবে ভোটগ্রহণ হয়েছে, তার ওপর আমাদের কোনো আস্থা নেই। আমরা পূর্ণ অনাস্থা প্রকাশ করছি। এ ভোটের ফলাফল যাই হোক না কেন, তা প্রত্যাখ্যান করছি।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন জোনায়েদ সাকি। তিনি টেলিস্কোপ প্রতীকে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জোনায়েদ সাকির অভিযোগ করেন, নির্বাচনে ব্যালট বাক্স দখল করা হয়েছে, সিল মারা হয়েছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছ, সাধারণ ভোটারদের মধ্যে যারা ভোট দিতে চেয়েছিলেন তাদের বাধা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই পুরো প্রক্রিয়া সরকার দল সমর্থক ও প্রশাসন একসঙ্গে করেছে। নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend