ভূমিকম্পে ঢাকায় ৫ ভবনে ফাটল

building-newsশনিবারের ভূমিকম্পে রাজধানী ঢাকায় ৫টি ভবনে ফাটল ও হেলে পড়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
রিখটার স্কেলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর শ্যামলীতে আশা টাওয়ারে ফাটল দেখা দেয়। ভবনে অবস্থিত আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের পরপর বংশালে আরও একটি বহুতল ভবনে ফাটলের সংবাদ পাওয়া যায়।
এ ছাড়া শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর ভজন কুমার সরকার রাজধানীতে আরও তিনটি ভবনে ফাটল ও হেলে পড়ার তথ্য জানান।
তিনি জানান, ভূমিকম্পের ফলে গুলিস্তানের বরিশাল প্লাজায় ফাটল দেখা দিয়েছে। নবাবপুরের নবাবপুর প্লাজা হেলে পড়েছে।
তিনি আরও জানান, রাজধানীর ইসলামবাগে এরশাদ কলোনির একটি ভবন হেলে পড়েছে। ভবনটিতে ফাটলও দেখা দিয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভবনের সব বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যান। কলোনির ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় সেখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend