বোলারদের কৃতিত্ব দিলেন মাশরাফি

Masharafe-(Home)01okপাকিস্তানের বিপক্ষে টোয়েন্টি২০ ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। রেকর্ডের এই ম্যাচের শুরুতে ব্যাট করেছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের বোলারদের কাছে ধরাশায়ী হয়েছে তারা। শহীদ আফ্রিদিরি নেতৃত্বে পাকিস্তানকে মাশরাফিরা বেধে ফেলেছিলেন ১৪২ রানে। তাই লক্ষ্যটা হাতের নাগালেই ছিল বাংলাদেশের। সেই সুবাদে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বড় এই জয়ের জন্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি কৃতিত্ব দিলেন বোলারদেরই।
মাশরাফি বলেছেন, ‘আমি সব সময় বলে আসছি শুধু টোয়েন্টি২০ নয়, টেস্ট কিংবা ওয়ানডেতেও বোলাররা ভালো করলে ম্যাচ জেতা সহজ হয়ে যায়। যখন ব্যাটসম্যানরা ৩০০-৩৫০ রান করে তখন উইকেট ভাল হলে কিন্তু চেজ হয়ে যায়। সবসময় আমি বিশ্বাস করি ক্রিকেটটা বোলারদের খেলা। আজকেও তাই হয়েছে।’
শুক্রবার মিরপুরে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজের। দারুণ বল করেছেন অভিষেকেই। ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। যার মধ্যে শহীদ আফ্রিদির উইকেটও আছে। মাশরাফিও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তরুণ এই সম্ভাবনাময়ী পেসারের। তিনি বলেছেন, ‘মুস্তাফিজ যদি আজ (শুক্রবার) ম্যান অব দ্যা ম্যাচ হতো তাহলে অবাক হওয়ার কিছু থাকত না। কারণ অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং করেছে সে। পেস বোলররা যতো ব্যাকআপ দিবে দল ততো ভাল করা শুরু করবে। আমরাও বেশি ম্যাচ জিততে পারব।’

ওয়ানডে দলের চেয়ে টোয়েন্টি২০ এ শক্তি বৃদ্ধি করেছিল পাকিস্তান। অধিনায়কত্ব করেছেন অভিজ্ঞ আফ্রিদি। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটোর ছিলেন দলে। এরপরও বাংলাদেশ দাপুটে জয় তুলে নিয়েছে। দলের এই ধারাবাহিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে মাশরাফি বলেছেন, ‘এর থেকে আর বেশি কিছু দলের কাছে চাওয়া যায় না। সবগুলো ম্যাচে ভাল খেলে জিতেছি। এর চেয়ে আর ভাল খেলা সম্ভব না। হ্যা, এখান থেকে আরও উন্নতি করতে হবে। ভুলগুলোকে শুধরে নিতে হবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে মাঠে দুই-একটা ভুল হবে। চেষ্টা করতে হবে ভুল যত কম করা যায়। তাহলে ম্যাচ জেতার সুযোগ তত বেশি থাকবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend