নেতা হতে প্রয়োজন টাকা : মাহী

100805ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরী বলেছেন, প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের ধারণা রাজনীতিতে অভিজ্ঞতা ও তৃণমূলের সাথে সম্পর্কের প্রয়োজন নাই। নেতা হতে হলে অনেক টাকা আর প্রধান দুটি রাজনৈতিক দলের সমর্থন থাকলেই হয়।
সোমবার বিকালে মিরপুর বিআরটিএ অফিসের সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন।
মাহী বলেন, ঢাকার মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন আসবে রাজনীতির মাধ্যমে। বিরাজনীতিকরণের মাধ্যমে পরিবর্তন আসে না। অতীতে এটা চেষ্টা করেও দেখা হয়েছে। সেজন্য পরিচ্ছন্ন শহর চাইলে, রাজনীতিকেও পরিচ্ছন্ন করতে হবে। এ জন্য পরিচ্ছন্ন রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, রাজনীতির বাইরের মানুষরাই রাজনীতিকে কলুষিত করে।
মাহী সোমবার দুপুর ১টায় মিরপুর বিআরটিএ অফিসের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি সেনপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর চৌরঙ্গী মার্কেট হয়ে শাহ আলীর মাজারে যান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend