প্রধানমন্ত্রীর উস্কানিতেই খালেদার উপর হামলা : জামায়াত

image_142006.jamayatপ্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ন্যক্কারজনক ঘটনা সংঘটিত করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ ঘটনার দ্বারা আবারও প্রমাণিত হল সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না। বিরোধী দলের সমর্থিত প্রার্থীরা যাতে নির্বাচনী ময়দানে থাকতে না পারে সে জন্য সরকারি দলের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। গত কয়েক দিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীগণ খালেদা জিয়ার বিরুদ্ধে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এরই ফলশ্রুতিতে আজ (সোমবার) আওয়ামী লীগের সন্ত্রাসীরা খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘আজ খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার ঘটনায় প্রমাণিত হয় যে, সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে চায় না। সরকারি দল পেশিশক্তির মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার অপচেষ্টা চালাচ্ছে।’
বিরোধী দল সমর্থিত প্রার্থীদের নিরাপত্তা বিধানে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সবাইকে বাধ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend