সাংবাদিকদের সাথে শ্রীবরদী থানার নবাগত ওসির মতবিনিময়

sr

শ্রীবরদী থানার নবাগত অফিসার ইন চার্জ (ওসি)এস আলম প্রেসক্লাব শ্রীবরদী‘র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার রাতে এফ,এম, ডায়াগনস্টিক সেন্টারে প্রেসক্লাব সভাপতি আঃ মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি এস আলম সাংবাদিকদের উদ্দেশে ̈ বলেন, সাংবাদিক এবং পুলিশের আন্তরিক প্রচেষ্ঠায় এলাকায় শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় তিনি এলাকায় মাদক, জুয়া, চুরি ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা দমনে সাংবাদিকদেরকে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার এস,আই, আবুল কালাম আজাদ, এস, আই, অপু, খবর বাংলা ২৪ ডটকম সম্পাদক মুফতি মাহমুদ রাকিব প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক মোঞ্জুরুল ইসলাম, সংগ্রাম প্রতিনিধি তাজুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি মো: ফেরদৌস আলী, যায়যায়দিন প্রতিনিধি রমেশ সরকার, নয়াদিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরুজ, , সাংবাদিক মুফতি আ: বাতেন, সাংবাদিক আক্তারুজ্জামান প্রমুখ। ওসি এস আলম বলেন শ্রীবরদীর জনগনের আইনী সহায়তা দিতে সাংবাদিক এবং পুলিশের যৌথ সহযোগিতা প্রয়োজন। মাদক,সন্ত্রাস, নাশকতা এড়াতে সাংবাদিক এবং পুলিশের সজাগ দৃষ্টি একান্ত কাম ̈। তিনি আরো বলেন, ওসি হিসাবেই শুধু নয়, একজনসচেতন মানুষ হিসাবে শ্রীবরদী সর্বস্তরের মানুষদের শান্তি,জান-মালের নিরাপত্তা বিধান, মাদক, সন্ত্রাস, নাশকতা মুক্ত এলাকা গড়তে আন্তরিকভাবে কাজ করবো। পুলিশ যে, আসলেই মানুষের বন্ধু আমরা তা প্রমাণ করবো। উল্লেখ ̈, গত ১৫ এপ্রিল শ্রীবরদী থানার অফিসার ইন চার্জ হিসাবে এস আলম যোগদান করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend