নকলায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে শিশুসহ আহত ৫

Nakla-Pic1-400x300শেরপুরের নকলায় কালবৈশাখী ঝড়ে রাস্তার পাশে থাকা সরকারী গাছ ঘরের উপর পড়ে ৬ মাসের শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার রাতে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১২ টায় কালবৈশাখী ঝড়ে উরফা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারমাইসা গ্রামের দরিদ্র আব্দুর রহিমের ঘরের উপর সরকারী গাছ পরে ঘর সহ আসবাবপত্র লন্ডবন্ড হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ঝড় থামলে স্থানীয় লোকজন চাপা পড়া ৬ মাসের শিশু কণিকা সহ আলী হোসেন, আব্দুর রহিম, আবুল কালাম, আফরোজাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। ৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, নকলা উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও বোরো ফসলের তি সাধিত হয়েছে। রাস্তার ধারে বাড়ীর পাশে বিক্রি উপযোগী সরকারী গাছগুলো যথাযথ কর্তৃপরে মাধ্যমে দ্রুত কেটে নেওয়ার জন্য সু-দৃষ্টি কামনা করছেন সচেতনমহল। তা না হলে ভবিষ্যতে আরও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনগন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend