সেলফিতে আনলক হবে আইফোন

apple-selfie-patent-unlock-iphone.pngআইফোনের লক খুলতে পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্টের জায়গা দখল করে নিতে পারে সেলফি। সেলফি দিয়ে লক খোলার এমনই একটি প্রযুক্তির প্যাটেন্ট অর্জন করেছে অ্যাপল।

যদিও নিজের ছবি তুলে ফোন আনলক করার এই প্রযুক্তি এটাই প্রথম নয়। এর আগে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে এই প্রযুক্তির ব্যবহার দেখিয়েছে। এছাড়া কিছুদিন আগে আলিবাবা সেলফি তুলে লেনদেন সম্পন্ন করার একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

তবে প্রযুক্তিটি যেহেতু অ্যাপলের, কিছুটা ভিন্নতা না থাকলে কি চলে? অন্যদের থেকে আলাদা হতে অ্যাপল এখানে কিছুটা অভিনব ব্যবস্থা যুক্ত করেছে। আনলক করার পর যতক্ষণ ব্যবহারকারী এটি চালাতে থাকবে, ততক্ষণ ফোনের ফ্রন্ট ক্যামেরা তার ছবি তুলতে থাকবে। কিন্তু যখন ছবিতে আর ব্যবহারকারীকে দেখা যাবে না, তখনই ফোন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। ফলে অন্য কেউ চাইলে আর সেটি ব্যবহার করতে পারবে না।

তবে কবে নাগাদ এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে, সে ব্যাপারে অ্যাপল থেকে এখনও কিছু জানা যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend