মোবাইল ব্যবহারে ১% সারচার্জ আদায়ে আইন

Cabinetমোবাইল ফোন ব্যবহারের উপর এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আদায়ে আইন করছে সরকার।
এজন্য ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন, ২০১৫’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
এ আইন বাস্তবায়ন হলে মোবাইল ফোন ব্যবহারকারীকে তার ব্যয়ের উপর ১ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। মোবাইল ফোন কোম্পানি সিম বা রিমের এ আয় থেকে সরকারকে এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ দেবে।
অর্থাৎ সারচার্জ কার্যকর হলে কোন মোবাইল ফোন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে তা থেকে ১৫ শতাংশ ভ্যাটের সঙ্গে আরও ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। এক্ষেত্রে ১৬ টাকা কাটায় গ্রাহক ১০০ টাকায় ৮৪ টাকার সেবা পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মোবাইল ফোন ব্যবহারকারীরা যে সব সেবা গ্রহণ করেন, সে মূল্যের উপর ১ শতাংশ হারে সারচার্জ ধার্য করা হবে। কেউ এক হাজার টাকা ব্যবহার করলে ১০ টাকা সারচার্জ দিতে হবে।’
যদিও এর আগে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন মোবাইল গ্রাহকদের উপর এ সারচার্জ কার্যকর হবে না। এটি মোবাইল ফোন কোম্পানিকে সিম বা রিম থেকে আয়ের ওপর আদায় করা হবে।
আইনটি সংসদে পাস হওয়ার পর কার্যকর হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ সারচার্জের মাধ্যমে সরকার বছরে অতিরিক্ত ১৪০ কোটি টাকা রাজস্ব আদায় করবে। এ অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে।’
এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর সারচার্জ আদায় সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তখন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ‘উন্নয়ন সারচার্জ আরোপের লক্ষ্যে মোবাইল অপারেটরদের সিম বা রিম কার্ড ব্যবহারেরর মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থের উপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব’ উপস্থাপন করেছিল।
মোশাররাফ হোসাইন বলেন, ‘১৫ সেপ্টেম্বরের প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য পাঠানো হলে তারা বলেছে একটি আইনের মাধ্যমে এটি করা হলে যথাযথ হবে। এজন্য তারা একটি খসড়াও করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘কোন কোন বিষয়ের উপর কি হারে উন্নয়ন সারচার্জ ও লেভি আদায় করা যাবে তা আইনের তফসিলে থাকবে। অনুমোদন পাওয়া আইনের তফসিলে বলা আছে, মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থ বা আয়। সারচার্জের হার ১ শতাংশ। সরকার সময়ে সময়ে এ তফসিল সংশোধন করতে পারবে।’
আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী সরকার গেজেট জারির মাধ্যমে উন্নয়ন সারচার্জ ও লেভি আদায় করতে পারবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ‘গত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে মোবাইল ফোন ব্যবহারের উপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের কথা বলেছিলেন। সারচার্জের অতিরিক্ত রাজস্ব শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার কথাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়টি নিয়ে কাজ করে।’
এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক হিসাবে দেখা গেছে, আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীরা মাসে গড়ে ২০০ টাকা ব্যবহার করে থাকেন। এ হিসেব অনুযায়ী মোবাইল ফোন কোম্পানিগুলোর গ্রাহক প্রতি মাসে গড়ে ২ টাকা হারে সারচার্জ আসে।
লি কুয়ানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
আধুনিক সিঙ্গাপুরের রূপকার ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। লি কুয়ান গত ২৩ মার্চ ৯১ বছর বয়সে মারা যান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লি কুয়ান ছিলেন বাংলাদেশের শুভানুধ্যায়ী। তার নির্দেশিত বৈদেশিক নীতির কারণে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উপর্যপুরি শক্তিশালী হয়েছে। তার মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend