ফাইনালে সেরাটা খেলেই শিরোপা নেবে অস্ট্রেলিয়া : ক্লার্ক

klarkরেকর্ড সংখ্যক ৫বার শিরোপা জয়ের ব্যাপারে দারুণভাবে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয় অধিনায়ক মাইকেল ক্লার্ক শনিবার বলেছেন, ‘আমার বিশ্বাস আমরা যদি সেরাটা খেলতে পারি তাহলে আগামীকাল (রোববার) আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারব।’বাজিকররাও তাদের বাজির পাল্লা ভারি রেখেছেন অস্ট্রেলিয়ার পক্ষেই। টুর্নামেন্ট জয়ের বিষয়ে তারা অস্ট্রেলিয়ার পক্ষে বাজির দর দিয়েছে ৯-৪ ব্যবধানে। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে স্বাগতিক অস্ট্রেলিয়া।এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে কিউইরা। বিশ্বকাপে বিগত ৮ ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে তারা। তন্মধ্যে ক্লার্কের অস্ট্রেলিয়ার বিপক্ষে টান টান উত্তেজনাকর একটি লো স্কোরিং ম্যাচেও স্নায়ুচাপকে অতিক্রম করে এক উইকেটে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। তবে সবগুলো ম্যাচই তারা খেলেছে নিজেদের মাঠে।টুর্ণামেন্টে এই প্রথম তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে। ক্লার্ক বলেন, ‘আমার বিশ্বাস আমরা সেরাটা খেলতে পারলে নিউজিল্যান্ডকে হারাতে পারব। এখানে আমি ফেভারিট বা ফেভারিট না এ বিতর্কে আমি যেতে চাই না। ’তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। টুর্ণামেন্টেই তারা আমাদের একবার হারিয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি সেরাটা খেলতে পারি তাহালে আগামীকাল তাদের হারাতে পারব।’এ সময় রোববারের ম্যাচটি নিজের ক্যারিয়ারের শেষ একদিনের ম্যাচ উল্লেখ করে সবাইকে হতভম্ব করে দেন অসি অধিনায়ক। ২৪৫তম ওই ম্যাচটিকে দেশের হয়ে শেষ ওডিআই ম্যাচ উল্লেখ করে তিনি এটিও বলেন যে নিজের ব্যক্তিগত অবসরের মুহূর্তকে সুন্দর করার জন্য নয়, বরং দেশের জন্যই ম্যাচটি জয়লাভ করতে চান তিনি।ক্লার্ক বলেন, ‘এটি হচ্ছে বিশেষ একটি ম্যাচ। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে আমাদের কাছে দলের প্রয়োজনই আসল। আমি আমার সতীর্থদের শুধু এটিই বলেছি। আর মাত্র একটি ম্যাচ খেলব আমি, তবে এ জন্য আবেগ-আপ্লুত হবার কিছু নেই। বরং আমাদেরকে দক্ষতা প্রদর্শন করতে হবে, যা দলের বড় ম্যাচ ও বড় টুর্ণামেন্ট জয়ে ভুমিকা রাখবে। আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’ক্লার্ক বলেন, ‘এমসিজিতে ফাইনাল খেলতে যাওয়া দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য এটি দারুণ একটি সুযো গ। এটি একটি বিশেষ ইভেন্ট। তবে যেহেতু আমার শেষ ম্যাচ তাই এটি আমার কাছে খুব একটা স্পেশাল নয়।’ক্লার্ক চান তার সতীর্থরা ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের হাই ভোল্টেজ ম্যাচে স্বাধীনভাবে খেলে যাবেন। তিনি বলেন, ‘আগের দু’টি বিশ্বকাপেও খেলার সুযোগ আমার হয়েছে। এদের মধ্যে একটিতে শিরোপাও জয় করেছি। তাই আমি জানি এই অর্জনের অনুভূতিটা কেমন।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend