মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস; গৌরনদীতে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

Barisalবরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বহিরাগত ও কলেজ ছাত্রলীগের মধ্যে হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ছাত্রলীগের উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছে। আজ শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বহিরাগত ছাত্রলীগ নেতা সংগীত শিকদার, বেল্লাল সরদারসহ ছাত্রলীগের ১০-১২ নেতা-কর্মী আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা ছাত্রলীগ নেতা বেল্লাল সরদারকে না চেনার অপবাদ দিয়ে একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ নেতা করিম রাঢ়ীকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক করিম রাঢ়ীর সমর্থকরা ক্যাম্পাসে জড়ো হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ বাঁধে। এতে বহিরাগত ছাত্রলীগ নেতা সংগীত শিকদার, বেল্লাল সরদার, একাদশ শ্রেণির ছাত্র রাকিন শিকদার, রাব্বি মৃধা, সাঈদ ইসলাম, রাসেল রাঢ়ী, সাকির মোল্লাসহ ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হয়। পরে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend