ফুটপাতে কাদের সিদ্দিকীর ৫০ দিন, বিকেলে আলোচনা সভা

kader-siddiqyeপ্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফুটপাতে ৫০তম দিনের মতো অবস্থান করছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর অবস্থানের ৫০তম দিন বুধবার বিকেলে দলীয় নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করেছেন। আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।
গত ২৮ জানুয়ারি কাদের সিদ্দিকী মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নেন।
এদিকে কাদের সিদ্দিকী তার অবস্থানের ৫০তম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবেন বলে মঙ্গলবার দ্য রিপোর্টকে জানিয়েছিলেন।
এ ছাড়া বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে বলে কাদের সিদ্দিকী জানিয়েছেন।
এদিকে কাদের সিদ্দিকীর এ অবস্থানকে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার দাবি আদায়ে রাজপথে দীর্ঘসময় অবস্থান হিসেবে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারি।
ড. নুরুল আমিন বেপারি দ্য রিপোর্টকে বলেন, ‘আমার জানামতে এত দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ও সারাবিশ্বের ইতিহাসে কোনো নেতা রাজপথে অবস্থান করেননি। তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।’
অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও কাদের সিদ্দিকীকে বাংলার দ্বিতীয় মাওলানা ভাসানী হিসেবে অভিহিত করেছেন। রবিবার জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী কাদের সিদ্দিকীকে নিয়ে এ মন্তব্য করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend