‘আমরা কান্না শুরু করেছি’ – এফবিসিসিআই সভাপতি

Kazi-Akram-Uddin-Ahmed_চলমান রাজনৈতিক অচলাবস্থা সমাধানে সরকার ও রাজনৈতিক দলগুলো প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা আজ ভাগ্যাহত, আশাহত। আমরা ভেঙ্গে পড়েছি। আর কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছি না। তাই আজ আমরা কান্না শুরু করেছি।’
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে টাইম ওয়াচ আয়োজিত ‘অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপে প্রধান অতিথি কাজী আকরাম উদ্দিন বলেন, ‘হরতাল ও অবরোধের কারণে বিগত বাজেটের অর্ধেকের চেয়েও বেশি ক্ষতি হয়েছে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া আপনাদের অতীব দায়িত্ব। তাই মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। অন্যদের বলব, আর ভোগাবেন না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করুন। সংলাপ ও সমাঝোতা যেভাবেই হোক সংকট নিরসন করুন।’
অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহবান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আপনারা হরতাল অবরোধ বন্ধ করুন, তাহলে আমরা সরকারকে চাপ দেব শান্তির পথে আসার জন্য।’
সভাপতির বক্তব্যে নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন বলেন, ‘ব্যবসায়ীরা সরকারকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেই ব্যবসায়ীরা আজ পথে বসেছে।’
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে আপনারা একটু নমনীয় হন, ছাড় দেন। তাহলে আপনাআপনি সমাধান হয়ে যাবে।’ আগামী ২৬ মার্চের আগে দেশের এ পরিস্থিতি সমাধান হওয়ারও আশাবাদ ব্যক্ত করেন এ ব্যবসায়ী নেতা।
পর্যটন ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের সভাপতি জামিউল আহমেদ বলেন, এক সময় হয়তো আন্দোলন শেষ হবে। কিন্তু ট্যুরিজমের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। অনেকে পথে বসে যাবে। আমাদের এখন গণকান্না কর্মসূচি দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’
বাংলাদেশ সিএনজি ওনার্স এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ খান বলেন, ‘ব্যবসায়ীরা আতংকিত। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এর সমাধান হবে না।’
তিনি সংলাপের মাধ্যমে সরকারকে সমাধানের উপায় বের করার আহবান জানিয়ে বলেন, ‘দুই পক্ষকেই অনড় অবস্থা থেকে সরে এসে সহিংসতা বন্ধ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।’
বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইম ওয়াচের উপদেষ্টা সম্পাদক বজলুর রায়হান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend