নির্বাচন আয়োজনের আহ্বান জামায়াতের

jamat‘দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনার লক্ষ্যে প্রতিহিংসা, হত্যা, খুন, গুম, জুলুম-নির্যাতন’ এ মুহূর্তে বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে শনিবার সন্ধ্যায় এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘এ সরকার আচার-আচরণ ও জুলুম-নির্যাতনের মাধ্যমে প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনমতের প্রতি তাদের কোনো সম্মান ও শ্রদ্ধাবোধ নেই। ক্ষমতায় টিকে থাকার মোহে তারা মানুষ হত্যা করতেও কুণ্ঠিত নয়। সরকারের কাছে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। কেউ জানে না কখন কাকে খুন, গুম বা ক্রসফায়ারের শিকার হতে হবে। সরকারের একগুঁয়েমি, হঠকারী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশ আজ ভয়াবহ সঙ্কটে নিপতিত।’
ডা. শফিকুর বলেন, ‘একদিকে আওয়ামী ক্যাডার বাহিনী, অপরদিকে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সরকার দেশে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে। বিরোধী দল কোনো মিছিল-সমাবেশের আয়োজন করলেই সেখানে গুলি চালানো হচ্ছে। মানুষ খুন করা হচ্ছে পাখির মতো। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে টেন্ডার ছিনতাই, সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধিগণও।’
জামায়াতের এ নেতা দাবি করেন, ‘শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এভাবে গ্রেফতার করে কখনো জনগণের আন্দোলন দমন করা যাবে না।’
২০ দলীয় জোট ঘোষিত অবরোধের পাশাপাশি সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend