সালাহউদ্দিন নিখোঁজের ঘটনায় ইউট্যাবের উদ্বেগ

bnp_salauddinবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সংগঠনের ৬২৫ জন শিক্ষকের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার অবস্থান স্পষ্ট না করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
শিক্ষকরা বলেন, আমরা মনে করি, সাংবিধানিকভাবে যে কোনো ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আমরা আশা করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার সালাহউদ্দিন আহমেদকে আদালতের দেওয়া রুল অনুযায়ী তাকে যথাসময়ে কোর্টে হাজির করবে।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার ছাড়াও বিবৃতিতে স্বাক্ষর করেন— ড. আব্দুল আজিজ, এম ফরিদ আহমেদ, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, ড. গোলাম রব্বানী, ড. মাহফুজুল হক, ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. সিদ্দিক আহমদ চৌধুরী, ড. এম এ বারি মিয়া, নজরুল ইসলাম, কে এম শাহাদাত, ড. শামসুল আলম সেলিম, ড. সাব্বির মোস্তফা খান, ড. সাইফুল ইসলাম, ড. গোলাম আরিফ কেনেডি, আ ফ ম আরিফুর রহমান, ড. হারুন অর রশীদ, বেলাল হোসেন, ড. মো. মিজানুর রহমান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend