পুলিশের নাশকতবিরোধী সভার পাশে দুর্বৃত্তদের গুলি

Laxmipurপুলিশের নাশকতাবিরোধী পথসভার পাশে গুলিবর্ষণ ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার বশিকপুর ও দত্তপাড়া ইউনিয়নে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা থেকে রাত পৌনে ৭টা পর্যন্ত সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড় আমগাছতলায় এবং বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় চারটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
একই সময় বশিকপুর ইউনিয়নের বালাইশপুর নোয়াহাটে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে নাশকতাবিরোধী পথসভা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশের নাশকতাবিরোধী সমাবেশ চলার সময় দুর্বৃত্তদের নাশকতার ঘটনা পুলিশে প্রতি ‘বৃদ্ধাঙ্গুল প্রদর্শন’ বলে মনে করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে দু’টি মোটরসাইকেলযোগে পাঁচ যুবক দত্তপাড়া বড় আমগাছ তলায় এসে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দু’টি সিএনজি অটোরিকশার যাত্রী নামিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, বিকেলে সাড়ে ৫টার দিকে বশিকপুর ইউনিয়নের বালাইশপুরে একইভাবে দু’টি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়। ওই সময় পাশের নোয়াহাটে চলছিল নাশকতাবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর পথসভা।
সিএনজিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জামাল উদ্দিন জানান, ওই ঘটনায় বশিকপুরের বিএনপি সমর্থিত লাদেন মাছুম বাহিনীর সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। টানা অবরোধ-হরতালে ওই বাহিনীর বিরুদ্ধে এর আগেও কয়েকটি গাড়িতে আগুন দেওয়া ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর) মো. জুনায়েত কাউছার জানান, বশিকপুরের নোয়াহাটে পথসভায় তিনিসহ সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) মো. নাসিম মিয়া, চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ূন কবির, সদর থানার ওসি মো. ইকবাল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভা চালাকালীন এর আশপাশের এলাকায় দুর্বৃত্তরা তিনটি গাড়িতে আগুন দেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend